আওয়ার ইসলাম: গরু পরিবহনের সময় এক মুসলিম কৃষককে পিটিয়ে মারে গো-রক্ষকরা। এ ঘটনার ৬ আসামিকে মুক্ত করে দিল ভারতের আদালত।
২০১৭ সালে এপ্রিলে পেহলু খান এবং তার দুই ছেলে হাটে গরু নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় গো-রক্ষকেরা তাদের গাড়ি আটকিয়ে তিনজনকে নৃশংসভাবে পেটায়।
এক ভিডিওতে দেখা যায়, উগ্রবাদী হিন্দুগোষ্ঠী পেহলু খানকে পিটিয়ে আহত করে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।
সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠে। পেহলু হত্যার বিচার চান অনেকেই।
ভিডিও ফুটেজটি দেখে পুলিশ ছয়জন অভিযুক্তকে শনাক্ত করে আদালতের কাছে দ্বারস্থ করেছিল। তারা হলেন- রবীন্দ্র কুমার, বিপিন যাদব, দয়ারাম, কালুরাম, যোগেশ কুমার ওরফে ঢোলিয়া এবং ভীম রতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তবে ঘটনার সঙ্গে অভিযুক্ত ৬ আসামির সংশ্লিষ্টতা নিশ্চিত নয় বলে বুধবার রাজস্থানের একটি আদালত তাদের খালাস দিয়েছে।
এই মামলায় ৪০ জনেরও বেশি সাক্ষ্য দেয় আদালতে। সাক্ষ্যদানকারীদের মধ্যে ছিলেন পেহলু খানের দুই ছেলেও। তারা ঘটনার দিন তাদের বাবার সঙ্গে ছিলেন।
রাজস্থান সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজীব স্বরূপ বলেন, পেহলু খান গণপিটুনি মামলার এই রায়ের বিরুদ্ধে সরকার উচ্চ আদালতে আপিল করবে।
আরএম/