সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


পবিত্র হজ পালন করতে এসে মা হলেন আট নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ করতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন আট নারী। মক্কা এবং মিনার হাসপাতালে এটিই ছিল হজের মধ্য রেকর্ড সংখ্যক শিশু জন্মের ঘটনা। খবর আরব নিউজ-এর।

খবরে বলা হয়, মক্কার মা ও শিশু হাসপাতালে পাঁচটি শিশু, আরাফাতে দুইটি এবং মিনায় একটি শিশু জন্মগ্রহণ করার খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

নারী হাজিদের তত্ত্বাবধানে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে দুই শিশুর জন্ম হয়।

৪০ বছর বয়সী লিবিয়ান নারী জাবাল আল রাহমা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি নবজাতক পুত্রের নাম রাখেন আরাফাহ। আরাফাতের ময়দানের নামে এ নাম রাখা হয় শিশুটির।

হজ করতে এসে শিশুপুত্রের বাবা হতে পেরে ওই নারীর স্বামী আহসান ইউসুফ আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মায়মুনা আলী নামে ২৩ বছরের এক নারী ইস্ট আরাফাত হাসপাতালে সন্তান জন্ম দেন। তিনি এবং তার স্বামী আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। তারা দুজন নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি যুবরাজের সম্মানে শিশুর এ নাম রাখেন তারা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ