সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

'তোমাদেরকেই দিতে হবে আগামী পৃথিবীর নেতৃত্ব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, নিজেকে যোগ্য ও আদর্শবান করে গড়ে তুলতে তোমাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তোমাদের ইলমী ও আমলী মজবুতির সামনে যাতে সকল বাতিল ও অপশক্তি লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়। মনে রাখবে, আগামীর পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। শিক্ষাজীবনই তোমার প্রস্তুতির মোক্ষম ও শ্রেষ্ঠ সময়।

রবিবার বাদ ফজর রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের যুগ সচেতন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামিয়া নূরিয়ার সাহিত্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্ববধায়নে গত ৬, ৭ ও ৮ জিলহজ  বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিনব্যপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন, হিফজুল হাদীস, আরবী-বাংলা বক্তৃতা, বিতর্ক, ছায়া সংসদ, শে’রের বাহাসসহ মোট ১৫টি বিষয়ে জামিয়ার প্রায় ৩ শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিটি বিষয়ে ৩ জন করে ও কুইজ প্রতিযোগিতায় ১০ জন সহ বিভিন্ন বিষয়ে বিজয়ী মোট ৬৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গত ৪ ও ৫ জিলহজ অনুষ্ঠিত প্রথম মাসিক পরীক্ষার বিজয়ী ৪২ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

মুফতি আ ফ ম আকরাম হুসাইন সঞ্চালিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিআর শিক্ষাসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি খলীলুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মাওলানা ইবরাহীম খলীল, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি জসীমুদ্দীন ও জনাব শরীফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভিন্ন পর্বে জামিয়ার উস্তাদগণ বিচারক হিসেবে ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ৩ দিনব্যপী চমৎকার প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা ও পারফর্মেন্স দেখে আমরা পুলকিত হয়েছি। প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলে বাতিলের মোকাবিলায় তোমরাই হবে যুগের মুহাম্মদ বিন কাসিম ও সালাহুদ্দীন আইয়ূবী।

সাহিত্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের এই আয়োজনে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে পারলে আমাদের শিক্ষার্থীরা এক সময় ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষে যুগশ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবে বলে আমরা আশাবাদী।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ