আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে চলতি বছরের মার্চে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত পঞ্চাশোর্ধ মুসল্লি শাহাদাত বরণ করেন।
সৌভাগ্যক্রমে সেদিন যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদের হজ পালন করার আমন্ত্রণ জানান সৌদি আরবের বাদশাহ ও খাদেমুল হারামাইনিশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ।
সেদিনের হামলায় প্রাণে বেঁচে যাওয়া মুসল্লি এবং নিহতদের নিকটাত্মীয়রা মিলিয়ে নিউজিল্যান্ড থেকে কমপক্ষে ২০০ জন মুসলিম সৌদির রাজকীয় মেহমান হয়ে এই মৌসুমে হজ পালন করছেন।
সূত্র: আল আহরাম
আরএম/