আওয়ার ইসলাম: জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে তানজানিয়ায় ৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ট্যাংকারের পাশে আগুন জ্বলছে। মাটিতে পড়ে আছেন নিহতরা।
পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে তেল ভরার চেষ্টা করছিলেন ভুক্তভোগীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দেশটির বাণিজ্যিক রাজধানী মরগোরো শহরে।
এই এলাকা দিয়ে মূলত কার্গো ট্রান্সপোর্ট করা হয়। তোলা হয় তেল।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি আসলেই খারাপ। এমন দুর্ঘটনা ঘটবে বুঝতে পারিনি।’
আফ্রিকার দেশগুলোতে তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে তেল তুলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন।
সূত্র : আল বায়ান
আরএম/