সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


হজের নতুন খতিব সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


আগামী শনিবার ৯ জিলহজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেয়া হবে। এ বছর খুতবা দেবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন।

মসজিদে হারামের অন্যতম খতিব শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস নিজের স্বাস্থ্যগত অবস্থার অবনতির কারণ দেখালে মুহাম্মাদ বিন হাসান আল শায়েখকে তার স্থলাবর্তী করা হয়।

হজের নতুন এ খতিব সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য-

১. ড. মুহাম্মদ বিন হাসানের পুরো নাম- মুহাম্মাদ বিন হাসান বিন আব্দুর রহমান বিন আব্দুল লতিফ বিন আব্দুর রহমান বিন হাসান বিন মুহাম্মাদ বিন আব্দুল ওহহাব।

২. ১৪১২ হিজরী থেকে আল শায়খ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শায়খ মসজিদে ইমামতি ও খুতবা দায়িত্ব পালন করে আসছেন। সৌদি আরব প্রতিষ্ঠার পর দশম খতিব হিসেবে আরাফার ময়দানে খুতবা দেবেন তিনি।

৩. তিনি আরব বিশ্বের হাদিস ও তাফসির শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ও প্রখ্যাত আলেম শায়েখ মুহাম্মাদ বিন আব্দুল ওহহাব রহ. এর শাগরেদ তিনি।

৪.  শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ড ও স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য ।

৫. তিনি খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ