আবদুল্লাহ তামিম ♦
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনিত ধর্ম ইসলাম। কিন্তু আপনি কি জানেন? এ বিশ্বচরাচরে কত হাজার ধর্ম মানুষ আবিস্কার করেছে। মানুষের তৈরি কোনো ধর্ম বিশ্বাস কিন্তু আল্লাহ তায়ালা গ্রহণ করবেন না।
পৃথিবীতে ধর্মের সংখ্যা জানতে চাইলে গড়পড়তা ৫-১০টি ধর্মের নাম বলতে পারবেন এমন লোকের সংখ্যা খুব বেশি হবে না। কিন্তু পরিসংখ্যান আপনাকে এতো বেশি সংখ্যক ধর্মের তথ্য দেবে তাতে আপনি আশ্চর্যই হবেন।
সত্যিকার অর্থেই পৃথিবীর মোট ধর্মের সংখ্যাটা জানলে আপনি খুবই অবাক হবেন। আদিহরেন্ট এর এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০টির কাছাকাছি। এমনকি সংখ্যাটা এর বেশিও হতে পারে বলে ধারণা তাদের।
যদিও বিশ্বে বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্ম জানা যায়। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর মনোনিত ধর্ম বিশ্বাসীর সংখ্যাই বেশি।
বিশ্বে খ্রিস্টান ধর্মের অনুসারী ৩০ শতাংশের বেশি বলে মনে করা হয়। ইউরোপ ও আমেরিকা মহাদেশ মূলত খ্রিস্টান অধ্যুষিত। আফ্রিকায় রয়েছে বেশ কয়েকটি খ্রিস্টান দেশ।
মানুষের হিসেবে ইসলাম ধর্মের অবস্থান ২য় বলা হয়। ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে ২৫ শতাংশের কিছু বেশি। তবে পৃথিবীতে দ্রুত সম্প্রসারমান ধর্মের মধ্যে ইসলাম ধর্ম এক নম্বরে। আর একদিন এটাই হবে পৃথিবীর একমাত্র ধর্ম। সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ইসলাম বিশ্বে এক নম্বর ধর্ম হিসেবে স্থান করে নেবে।
ধর্মের দিক থেকে তৃতীয় অবস্থান হিন্দু ধর্মের। হিন্দু ধর্ম অনুসারী ১৪ শতাংশের কাছাকাছি। নাস্তিক, অধর্মীয় বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়। শতাংশ হিসাব করলে এরা ১৬ শতাংশের বেশি হবে। এরপর যথাক্রমে রয়েছে চীনা ঐতিহ্যগত ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মালম্বী এবং আদিবাসী ধর্মের অনুসারীরা রয়েছে। সূত্র: আদিহরেন্ট ডটকম
-এটি