ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ বাংলাদেশ (ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট) এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে ৫ দিনব্যাপী খ্রিস্টবাদ বিষয়ক বিশেষ কোর্স আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
হাটহাজারী পৌরসভাস্থ ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট মিলনায়তনে ৬ আগস্ট থেকে (৪ জিলহজ) ৫দিনব্যাপী কোর্স শুরু হতে যাচ্ছে। ক্লাস চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
কোর্সে বিশেষ ক্লাসগুলোতে যা থাকছে: ১. খ্রিস্টধর্ম পরিচিতি: উৎপত্তি ও ক্রমবিকাশ। ২. খ্রিস্টানদের আকীদা-বিশ্বাস। ৩. কুরআনের আলোকে খ্রিস্টবাদ। ৪. বাইবেল পরিচিতি। ৫. যিশু পরিচিতি। ৬. কুরআন ও বাইবেলের আলোকে যিশু। ৭. বাংলাদেশে মিশনারী অপতৎপরতার বিস্তারিত প্রতিবেদন। ৮. খ্রিস্টানদের আপত্তি: আমাদের অপনোদন। ৯. খ্রিস্টানদের প্রতি আমাদের প্রশ্ন। ১০. খ্রিস্টবাদ মোকাবেলায় উলামায়ে কেরাম।
কোর্সে বিশেষ দরস দিবেন দারুল উলূম হাটহাজারীর দাওয়াহ ইরশাদ বিভাগের শিক্ষক মুফতী আব্দুল্লাহ নাজীব এবং কোর্স প্রশিক্ষক হিসেবে নিয়মিত দরস দিবেন মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ বাংলাদেশ এর পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী। সার্বিক যোগাযোগ: ০১৮২১৯২৮৫৬০।
-এএ