আওয়ার ইসলাম: ‘তিন তালাক শরিয়তের বিষয়, আমরা শরিয়ত মেনেই চলব। তবে আইনের সাথেও সঙ্ঘাতে যাব না। সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিন তালাকের বিষয়ে সতর্ক হতে বলব।’
শনিবার শিলিগুড়িতে একথা বলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়ত উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী।
তিন তালাক প্রসঙ্গে তিনি বলেন, তিন তালাক নিয়ে কেন্দ্রে বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করে দিয়েছেন। তিন তালাক নিয়ে আইনের সাথে সংঘাতে যাব না। যেহেতু তিন তালাক ধর্মীয় বিষয়, শরিয়তের বিষয়। তাই আমরা শরিয়ত মেনেই চলব। তবে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলব আরো বেশি করে সতর্ক হতে।
তিনি আরও বলেন, তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উচিৎ ছিল চটজলদি সিদ্ধান্ত না নেওয়া।
সিক্কিকুল্লার অভিযোগ, শুধুমাত্র রাজনীতি করার জন্য তিন তালাককে অবৈধ ঘোষষা করেছে কেন্দ্র। তিন তালাক নিয়ে রবিবার দিল্লিতে বৈঠক করবে জমিয়ত উলামায়ে হিন্দ।
আরএম/