আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
চলতি সপ্তাহে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কেরান গ্রামের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিএটির সদস্যরা। তবে তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
সূত্রের বরাতে খবরে বলা হয়, ইতিমধ্যে পাকিস্তানকে সাদা পতাকা বৈঠকে প্রস্তাব করেছে ভারত এবং নিহতদের মরদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনী জানায়, বিগত ৩৬ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল কেরান সীমান্ত।
আরএম/