সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দাওরায়ে হাদীস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে কওমি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

কওমি স্বীকৃতি প্রদানের পর থেকে আল-হাইয়ার অধীনে তিনটি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের হাজার হাজার কওমি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

গত তিন বছরে যারা মেধাতালিকা ও মুমতাজ রেজাল্ট অর্জন করেছেন তাদেরকে দেশের কওমি আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘কওমি ফোরাম’ সংবর্ধনা দিবেন আগামীকাল শুক্রবার (২ আগস্ট)।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে শুরু হবে সংবর্ধনার কার্যক্রম। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৬ শতাধিক মুমতাজ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে। এতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের মাঝে-ও সম্মাননা ক্রেস্ট দেয়া হবে বলে জানিয়েছেন কওমি ফোরামের অন্যতম দায়িত্বশীল মাওলানা ওয়ালি উল্লাহ আরমান। তবে ছাত্রীদের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন তাদের অভিবাবকগণ।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত থাকবেন বেফাক ও আল হাইয়াতুল উলইয়ার অন্যতম দায়িত্বশীল মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাদানী নগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ, ফরিদাবাদ মাদরাসার মুফতি ইমাদুদ্দীন।

উল্লেখ্য, নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে গঠিত চিন্তাবিদ কওমি আলেমদের সংগঠন ‘কওমি ফোরাম’ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। কওমি মাদরাসার ইতিহাস ও ঐতিহ্যের প্রয়োজনে নানাসময় নানান কর্মসূচি দিয়ে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার কওমি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃত্বে রয়েছেন জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও লালবাগ জামেয়ার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা হাসান জামিল, মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুমসহ দেশের কওমি অঙ্গনের প্রতিনিধিত্বকারী আলেমগণ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ