সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে যাওনি কেনো?

আদম সন্তান জিজ্ঞেস করবে, হে আমার রব আমি কিভাবে আপনাকে দেখতে যাব আপনি রাব্বুল আলামিন। সব অসুস্থ ও দোষ ত্রুটি হতে পবিত্র। আল্লাহ তাআলা বলবেন তোমার কি জানা ছিল না? আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও নাই।

তোমার কি জানা ছিল না তুমি যদি তাকে দেখতে যাইতে তবে আমাকে তার নিকট পাইতে। হে আদম সন্তান আমি তোমার নিকট খানা চাইছিলাম। তুমি আমাকে খানা খাওয়াও নাই। বান্দারা বলবে হে আমার রব আমি আপনাকে কিভাবে খাওয়াবো আপনিতো রাব্বুল আলামিন।

আল্লাহ তাআলা বলবেন, তোমার কি জানা ছিল না আমার অমুক বান্দা তোমার নিকট খানা চাইছিল তুমি তাকে খানা খাওয়াও নাই। তোমার কি জানা ছিল না? তুমি যদি তাকে খানা খাওয়াইতে তবে তার হিসেবে আমার নিকট থেকে পাইতে।

হে আদম সন্তান আমি তোমার নিকট পানি চাইছিলাম তুমি আমাকে পানি দাওনি। পপানি পান করাওনি। বান্দা জিজ্ঞেস করবে হে আমার রব আমি আপনাকে কিভাবে পানি পান করাবো আপনিতো রাব্বুল আলামিন।

আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা তোমার নিকট পানি চাইছিল তুমি তাকে পানি পান করাও নাই যদি তুমি তাকে পানি পান করাতে তবে তুমি তার নিকটা আমাকে পাইতে। মুসলিম শরিফ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ