সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

কাশ্মীর নিয়ে ট্রাম্প-মোদির দুই কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন মার্কিন সফরে আছেন। তার সঙ্গে আছেন সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান ফৈয়জ হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

সেখানে ইমরান খানের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে নরেন্দ্র মোদি তার কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু মোদি বলছেন, তিনি এমন কোনো কথা বলেননি!

ওভাল অফিসে ইমরানের পাশে বসেই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন। ইমরান প্রথমে বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা শুরু হওয়া দরকার।’ সে কথার সূত্রেই ট্রাম্প যোগ করেন, ‘দুই সপ্তাহ আগে মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল।’

‘তিনি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। কারণ বিবাদটা অনেক দিন ধরে চলছে। আমি তাকে জানাই, মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হব।’

এ কথা শুনে ইমরান বলেন, ‘এটা হলে ১০০ কোটি মানুষের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে।’

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিবৃতিও দিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে।’

প্রসঙ্গত, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান অমীমাংসিত কাশ্মীরসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সমস্যা নিরসনের জন্য উভয় পক্ষকে শান্তি আলোচনা বসতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বরাবর শান্তি আলোচনার প্রস্তাব করে আসছেন। কিন্তু আলোচনায় রাজী নয় বলে সে প্রস্তাব বাববার প্রত্যাখ্যান করে চলেছে ভারত। সর্বশেষ  গত ৭ জুনও মোদিকে শান্তি আলোচনার প্রস্বাত দেন ইমরান খান।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ