সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল আকসার বাবুর রহমত ফের বন্ধ করার ঘোষণা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

মুসলিমদের প্রথম কিবলা হিসেবে খ্যাত পবিত্র মসজিদ আল আকসার নামাজ আদায় করার বিশেষ স্থান ‘বাবুর রহমত’ ফের বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

গতকার সোমবার (২২ জুলাই) বিকেলে এই খবর দিয়েছে হিব্রু টিভি-চ্যানেল টুয়েলভ।খবরে বলা হয়েছে,অন্তত ছয়মাসের জন্য বাবুর রহমত বন্ধ করে দেয়ার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইহুদীবাদী ইসরায়েল।

চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম আল কুদস জানিয়েছে,দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নতুন পরিকল্পনা বিষয়ে সমন্বয়ের পরে এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।

আল কুদস আরো জানিয়েছে,আল আকসা এবং বাবুর রহমত ইস্যুতে জর্ডানের সঙ্গে ইসরায়েলের যে বিরোধ রয়েছে-এর থেকে সৃষ্ট ভবিষ্যৎ প্রাদুর্ভাব রোধ করার প্রাথমিক উপায় স্বরূপ বাবুর রহমত বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ