ইকবাল আজীজ
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড ইত্তেহাদুল মাদারিসের সভায় বোর্ডের মহাসচিব ও পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী বলেছেন, শিক্ষা-দীক্ষার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে হবে। পরকালে মুক্তির জন্য ওহী ভিত্তিক শিক্ষার বিকল্প নাই। কওমি মাদরাসাগুলো সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজার ইসলামিক রিচার্স সেন্টারে অনুষ্ঠিত কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড-ইত্তেহাদুল মাদারিসের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র শিক্ষক সুন্দর সম্পর্ক থাকতে হবে। ছাত্রদের আদর সোহাগ দিয়ে পড়াতে জানা একজন উত্তম শিক্ষকের বৈশিষ্ট্য। শিক্ষক, প্রধান শিক্ষক, হোস্টেল সুপারসহ সবাইকে দায়িত্ব পালনে আন্তরিক থাকতে হবে। সভায় ইত্তেহাদুল মাদারিসকে কক্সবাজারে শক্তিশালী করতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান আল্লামা আবদুল হালিম বুখারী। সেই সঙ্গে কওমি মাদরাসার বোর্ডভুক্ত সকল মাদরাসাকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।
বক্তারা জাতীয় সংসদে পাস করা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’ এর আওতায় স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডসমূহের সংবিধানের আলোকে পরিচালিত মাদরাসাগুলোকে বিধি মোতাবেক পরিচালনায় সহযোগিতা করতে সংশ্লিষ্ট প্রশাসন ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে কওমি মাদরাসার প্রতি বর্তমান সরকারের আন্তরিকতায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর মুহতামিম ও ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ শফিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ধাওনখালী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিম, ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদরাসা আঞ্চলিক বোর্ড) কক্সবাজার-রামু শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহছেন শরীফ, চকরিয়া বহদ্দারকাটা মাদরাসার মাওলানা মুহাম্মদ হোসাইন, মহেশখালীর নতুনবাজার মাদরাসার মাওলানা ইসলাম, মাতারবাড়ি মাদরাসার শেখ আখতার হোসেন, উখিয়া ইনানী মাদ্রাসার মাওলানা ইদ্রিস, টেকনাফের জামেয়া ফারুকিয়ার মাওলানা মাহবুবুর রহমান, চাকমারকুল মাদ্রাসার মাওলানা সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ, কক্সবাজার রহমানিয়া মাদরাসার মুফতি মাওলানা সোলাইমান কাসেমী, মুফতি এমদাদুল্লাহ, মাওলানা আতাউল করিম, মাওলানা নুরুল হাকিম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদুল হক, মুফতি নুরুল হাকিম, পোকখালী মাদরাসার মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা মুহা. জুনায়েদ।
আবুজার আল গিফারি মাদরাসার মাওলানা ছৈয়দ করিম, চাকমারকুল মাদরাসার মুফতি কামাল হোসাইন, লাইট হাউজ মাদরাসার মাওলানা মুহাম্মদ আলী, রামুর মাওলানা হারুন, মাওলানা শামসুল আলম, মাওলানা শাহেদ নুর কুতুবি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবু নাসের, মাওলানা আরেফুল করিম, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, মহেশখালীর মাওলানা শামসুল আলম, টেকনাফের মাওলানা শফিউল আলম, কারী শাকের, উখিয়ার মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নূর মুহাম্মদ। সভায় কক্সবাজার জেলার বিভিন্ন মাদরাসার মুহতামি, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-এএ