আওয়ার ইসলাম: কওমি মাদরাসার নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করার এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ।
১৮ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে সংস্থাটির ৩২ সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের ব্যাপারে সংস্থাটির সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে বলেন, “অনুষ্ঠিতব্য বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কওমি শিক্ষাব্যবস্থাকে অভিন্ন সিলেবাসে ১৬ বছরব্যাপী শিক্ষাব্যবস্থা হিসেবে গড়ে তোলার ব্যাপারে একটি প্রস্তাব আসতে পারে।”
“অর্থাৎ, আমাদের কওমি শিক্ষাধারায় দরসে নেজামী, সর্ট কোর্স, মাদানী নেসাব, স্বঘোষিত নেসাবসহ বিভিন্ন পদ্ধতিতে পাঠদান করা হয়। দীর্ঘদিন হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ এ সকল নেসাবকে অভিন্ন ও একক নেসাবে রুপান্তর করার ব্যাপারে ভেবে আসছে। কারণ, মাস্টার্স পাশ করতে কমপক্ষে ১৬ বছর পড়ালেখা করা জরুরি। এ কারণেই বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ” যোগ করেন মুসলেহুদ্দিন রাজু।
প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত প্রণয়ন করতে কয়েকটি সাব কমিটি গঠন করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ। এরই মধ্যে কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আরএম/