আওয়ার ইসলাম: রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। তারা অভিযোগ করেছেন, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও গণহারে ফেল করানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, নতুন নিয়ম কার্যকর করায় ভোগান্তিতে পড়ছেনে তারা। এভাবে গণহারে ফেল মেনা যায় না। তারা অবিলম্বে এ সমস্যার সমাধান চান।
আরএম/