আওয়ার ইসলাম: স্বেচ্ছায় রক্তদান সংগঠন আন-নূর ব্লাড ডোনেশন টিমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) আশুলিয়া মডেল টাউনে জামি'আতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসায় প্রায় চারশত ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে সংগঠনটি।
আন-নূর ব্লাড ডোনেশন টিম "সেচ্ছায় করি রক্তদান, মুমূর্ষু রুগীর বাঁচুক প্রাণ" শ্লোগানকে ধারণ করে গত ১ জুলাই থেকে ধারাবাহিকভাবে সেচ্ছায় রক্তদানের ক্যাম্পেইন করে আসছে।
আন-নূর ব্লাড ডোনেশন টিমের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা আফসার মাহমুদ এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মুফতি আশিকুর রহমান মাদানী, কেন্দ্রীয় নির্বাহী অর্থ ও পরিকল্পনা পরিচালক মুফতি আলী আকরাম।
এছাড়াও উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, জামি'আতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি জিলান উদ্দিন, জিম্মাদার মাওলানা ইলিয়াস আলী, শিক্ষা সচিব মুফতি আব্দুল গাফফার, মুফতি আব্দুল মুমিন সহ সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা রায়হান এবং ইসহাক প্রমুখ।
প্রসঙ্গত, প্রোগ্রামে ব্লাড গ্রুপিং করেন সাভার গ্রীন হাসপাতালের মনোওয়ার হোসেন এবং ফার্মাসিস্ট স্টুডেন্ট জাহিদ হাসান।
আরএম/