আওয়ার ইসলাম: বিতর্কিত সেফাতুল্লাহ ওরফে সেফুদাকে নিয়ে দশম শ্রেণির প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের জাহিনুল হাসান নামে একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার এ তথ্য জানিয়েছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহা. জিয়াউল হক।
এর আগে গত ৪ জুলাই রাজউক উত্তরা মডেল কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার প্রশ্নে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস ও বক্তব্য দিয়ে বিতর্কিত প্রবাসী সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করা হয়।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিতর্কিত একটি নাম হচ্ছে সেফাত উল্লাহ ওরফে সেফুদা। পুরো নাম সিফাত উল্লাহ মজুমদার। ফেসবুকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই সমালোচিত।
১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন সেফুদা। তার পরিবারের দেয়া তথ্যমতে, তিনি মানসিক রোগে আক্রান্ত।
-এএ