আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির পিছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইব্রেরির কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। নীলক্ষেত ও গুলিস্তান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে লাইব্রেরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর খন্দকার আব্দুল জলিল জানান, আগুনে কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। বই-পত্রও নষ্ট হয়নি। বৈদ্যুতিক লাইন ঠিক করার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবিতে কয়েক হাজার বই রয়েছে। এ ছাড়া কিছু দুর্লভ পাণ্ডুলিপি ও ম্যাগাজিনও রয়েছে। সেখানে নিয়মিত দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।
-এএ