আওয়ার ইসলাম: ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ ও আলাদা প্রশাসনিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারীরা জানায়, আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলো। আগামী ৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এর মধ্যে নিশ্চয়তা না পেলে ওই দিনই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের বিপুল শিক্ষার্থীরা অংশ নেয়।
-এটি