আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সোনারগাঁয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের স্ত্রী সঙ্গিতা রানি বর্মন (৩৫), মেয়ে বর্ষা বর্মণ (১৪) ও তার শাশুড়ি দেবী বর্মণ (৪৮)।
এ সময় বাস চালকসহ অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসের হলপারকে আটক করা হয়েছে।
জানা গেছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুপুরে সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান নিহতরা।
সেখানে পূজা-অর্চনা শেষে দিনগত রাতে বাড়ি ফেরার পথে কাঁচপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত তিনজন।
-এটি