আওয়ার ইসলাম: কওমি মাদরাসার দাওরায়ে হাদীসকে (তাকমিল) মাস্টার্সের সমমান দেওয়ায় মেধার প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী।
তিনি বলেন, দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান দেয়ার পর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে মেধার প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতার কারণে শিক্ষার্থীদের বেশি লেখাপড়া করতে হচ্ছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নির্ধারিত তারিখে ফল ঘোষণা করা সম্ভব হয়েছে।
আজ (বুধবার) সকাল ১১ টায় মতিঝিলে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় দফতরে (কাবিল টাওয়ার) দাওরায়ে হাদীসের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফল হস্তান্তর করেন। পরে ফল ঘোষণার সময় তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া প্রকাশ করে ১৪৪০ হিজরী ২০১৯ সালের দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষার ফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে ছয়টি বোর্ডের প্রতিনিধিরা আগামী পরীক্ষার ফল রমজান মাসে প্রকাশ করা এবং পাসের হার যাতে না কমে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ বছর দাওরায়ে হাদীস (তাকমিল) ২৬,৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কওমি মাদরাসা শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সদস্য আল্লামা নুর হোসাইন কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মুসলেহুদ্দিন রাজু, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি আবু ইউসুফ এবং প্রধান নিরীক্ষক মাওলানা আব্দুল গনী, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর মাওলানা আবুল কালাম, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল বছীর এবং নিরীক্ষক মাওলানা মুহিব্বুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর মহাসচিব মুফতী মোহাম্মদ আলী।
আরএম/