সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কারিগরি শিক্ষা চালু হচ্ছে আলিয়া মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর থেকেই সব আলিয়া মাদরাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামুলক চালু করতে হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের লেখাপড়া শেষে বেকার থাকতে হবে না। এতে মাদরাসায় শিক্ষার মানও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দেশে আলিয়া মাদরাসা প্রায় নয় হাজার, শিক্ষার্থী ২৪ লাখের উপরে। কিন্তু পর্যাপ্ত দক্ষতার অভাবে বেকার থাকতে হয় অনেক শিক্ষার্থীকে। এ পরিস্থিতির উন্নয়নে মাদরাসার পাঠ্যক্রমে পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়।

মাদরাসাগুলোতে ফুড টেকনোলজি, কম্পিউটার অপারেটিং, ওয়েল্ডিং ও মেকানিক্যাল ট্রেড এবং সেলাই ও পোশাক তৈরির কোর্স চালু করা হচ্ছে। এছাড়া, আধুনিক আরবি ভাষা শিক্ষাও দেয়া হবে।

শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা স্কুলের কলেজর পাশাপাশি মাদরাসাগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রকল্পের মাধ্যেমে সবগুলো মাদরাসায় আমরা কারিগরি কোর্স চালু করব। যাতে করে কাউকে বেকার না থাকতে হয়।

আলিয়া মাদরাসা অধ্যক্ষ আলমগীর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ খুবই ভাল। ধীরে ধীরে মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপশি বিজ্ঞান, কারিগরি এগুলো চালু হচ্ছে। এতে মাদরাসার মান অনেক বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ বলেন,দক্ষতা বাড়াতে মাদরাসা শিক্ষকদেরও প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ