আওয়ার ইসলাম: অনেকে শিক্ষার্থী ১ ও ২ বছরের মানসম্পন্ন ইফতা বিভাগের সন্ধান চান, তাদের জন্য একটি মানসম্পন্ন ইফতা বিভাগ হতে পারে জামিয়া ইসলামিয়া, ঢাকা।
আল মারকাজুল ইসলাম-এর প্রধান মুফতী, মুফতী মুঈনুল ইসলামসহ বিজ্ঞ ৫ জন মুফতীর সার্বক্ষণিক নেগরানী ও তত্ত্বাবধানে ইফতা বিভাগটি পরিচালিত হয়ে আসছে।
দৈনিক দরসের বাহিরে নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক, মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্ট প্রদর্শন, প্রত্যেক ছাত্রের ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাসায়িলের তামরীন, বিশেষ বিশেষ মাসায়িলের উপর লেকচার প্রদান, ফারায়িযের উপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও ব্যবহারিক ইংরেজি ও কম্পিউটার এর উপর বিশেষ প্রশিক্ষণ, সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা, উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা রয়েছে।
ভর্তির যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। মাদরাসায সম্পূর্ণ আবাসিক থাকতে হবে, ইমাম, মুআজ্জিন ও বিবাহিত ছাত্রগণ ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়: হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।
ভর্তি তথ্য : ভর্তি শুরু : ৬ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে।
যোগাযোগ ও ঠিকানা: মজুমদার কমপ্লেক্স, কাজলা ব্রীজ, বাইতুন নূর মসজিদ সংলগ্ন, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা। মোবাইল : ০১৭৭৬২৭২৫২৭।
(আপনার মাদরাসার তথ্য দিতে যোগাযেগ করুন এই নাম্বারে: ০১৭৯৬ ৪১ ১২ ১২)