সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বারিধারায় জামিয়া মদীনাতুল উলূমে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বারিধারা মাদরাসার নিকটস্থ 'জামিয়া মদীনাতুল উলূম’ মাদরাসায় ইফতা, হেফজ ও মক্তব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

এক বছর মেয়াদী ইফতা বিভাগে প্রধান মুফতী হিসেবে থাকবেন বারিধারা মাদরাসার প্রধান মুফতী মাওলানা ইকবাল হুসাইন।

মদীনাতুল উলূম ভর্তিচ্ছুকদের দাওয়ায়ে হাদীসে বার্ষিক পরীক্ষায় প্রথম বিভাগ হতে হবে। হেদায়া ৩য় খণ্ড ও নূরুল আনওয়ার কিতাবুল্লাহ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নৌয়া হবে।

ভর্তিচ্ছুকরা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি / চেয়ারম্যান সার্টিফিকেট/ জন্ম নিবন্ধন সনদ, তাকমিলের বার্ষিক / দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের কপি সঙ্গে আনবেন ।

মেধাবী গরীব ছাত্রদের জন্য বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও মালিবাগ বায়তুল আজীম শহীদী জামে মসজিদের খতিব  মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

যাতায়াত : বারিধারা বাঁশতলা ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে রিকশাযোগে নূরের চালা বাজার মসজিদের পূর্ব দিকে পূরবী প্রাঙ্গণ।

সার্বিক যোগাযোগ-  ০১৭৪৮৪২৪০২৮, ০১৭৭৩৬৬৬০৩৯, ০১৭২১১৫৮২৫৯। 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ