সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


নোয়াখালীতে আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় বাহার উদ্দীন সুজন (২৮) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় নোয়াখালী জেলা মাইজদীর জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আসামি সুজন জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নূর মোহাম্মদ কালা মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামি বাহার উদ্দীন সুজনকে মাদকসহ বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাকে জেলা জজ আদালতের জ্যৈষ্ঠ বিচারক উজমা শোকরানার আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় নোয়াখালী কারাগারের প্রিজনভ্যানে করে জেলখানায় নেওয়ার সময় কৌশলে এক হাতের হ্যান্ডকাফ খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সুজন। এসময় আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলেও ধরতে পারেনি।

আদালতের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আসামিকে আদালত থেকে হাজতখানায় রাখার পর সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরপর তাকে প্রিজনভ্যানে তোলার সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ অনেক চেষ্টা করেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ