সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশিমপুর কারাগারে মিয়ানমার নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বন্দি মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত পৌনে ১০টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মণ্ডু থানার হাসুধারা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাদ (২৭)। তিনি লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মালমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে ২০১৪ সাল থেকে ইয়াসিন এ কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ