আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ইমলামাবাদ থেকে প্রতারক চক্রের মূলহোতা ও পাসপোর্ট দালাল ছৈয়দ আলম শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে ঈদগাঁও ইউনিয়নের ফকির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার মুহা কালু প্রকাশ বেত কালুর ছেলে।
ঈদগাঁও ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামানের নির্দেশে এস,আই কাজী আবুল বশরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সুনির্দিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পুলিশ সূত্র তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে দীর্ঘ দিন ধরে পুলিশের উর্ধ্বনত কর্মকর্তার সাথে তার গভীর সম্পর্কের দোহাই দিয়ে দিনের পর দিন এলাকার লোকজনদের হয়রানি করে চলছে। পুলিশের সাথেও সে অসৌজন্যমূলক আচরণ করে আসছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, প্রশাসনের যতই কাছের লোক বলে অপপ্রচার করুক অপরাধে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।
ঈদগাঁও ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানান, শিমুলের বিষয়ে পূর্বেও বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণার কথা শুনেছি। কিন্তু কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় তাকে গ্রেফতার করা হয়নি। তবে তার অভিযোগের ব্যাপারে তার পরিবারের পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
-এএ