সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আগামী মাসে আবারো বাড়তে পারে গ্যাসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বালানি খাতে বাড়তি চাপের কারণে আগামী জুলাই থেকে আবারও বাড়তে পারে গ্যাসের দাম।

সূত্র মতে জানা যায়, জুলাইয়ের শুরুর দিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিতে পারে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকির ওপর দাম বৃদ্ধির হার নির্ভর করছে। ভর্তুকি যত বাড়বে দাম বৃদ্ধির হার তত কম হবে বলেও জানা গেছে।

বিইআরসির সূত্র জানায়, জ্বালানি খাতে বাড়তি চাপের জন্য এলএনজি আমদানির বিষয়টিকে কারণ হিসেবে দেখাচ্ছেন জ্বালানি বিভাগের কর্মকর্তারা।

তারা বলছেন, এলএনজির কারণে এখন গ্যাস সরবরাহে ব্যয় হচ্ছে প্রতি ঘনমিটারে ১৪ টাকা। আর গ্রাহক পর্যায়ে বিক্রি করা হচ্ছে ৭.১৭ টাকায়।

অর্থাৎ প্রতি ঘনমিটারে সাত টাকার বেশি লোকসান হচ্ছে। এলএনজির জন্য এরই মধ্যে জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে পেট্রোবাংলাকে। চলতি বছর আরও ছয় হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে।

অর্থমন্ত্রণালয় থেকে চলতি অর্থবছরে তিন হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার কথা থাকলেও তা এখনও মেলেনি। আর আগামী অর্থবছরে এলএনজির জন্য প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

তাই গ্যাসের দাম বাড়াতে হবে। গেল রোববার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম সমন্বয় করতে না পারলে ভর্তুকি বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ