সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ১০ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে। মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ।

তিনি বলেন, পদ্মা সেতুর ২ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।২০১৯-২০ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেকারত্ব ঘুচাতে স্টার্টআপ ফার্ড সৃষ্টি করা হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে ১০০ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রা’ নামে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয়। আগামী ৩০ জুন সংসদে পাস হওয়ার পর ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ