রকিব মুহাম্মদ: সৌদি আরবের জেদ্দা শহরে ‘ হালাল নাইট ক্লাব’ বিষয়ে তদন্ত করবে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় (জিইএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দা শহরের ওই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক টুইটে এ খবর জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সৌদি সরকারি সংস্থা (জিইএ) এর তথ্য মতে জেদ্দার ঘটনাটি সম্পূর্ণ বেআইনী এবং অনুমোদহীন। আয়োজকরা আইন লঙ্ঘণ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
জিইএ অন্য একটি ইভেন্টের জন্য অনুমোদন দিয়েছিল কিন্তু তারা বাড়াবাড়ি করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি।
https://twitter.com/GEA_SA/status/1139204643416891392
প্রসঙ্গত, সৌদিতে চালু হতে যাচ্ছে ‘নাইট ক্লাব’- এ শিরোনামে দেশী-বিদেশী অনেক পত্রিকায় সংবাদ প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদি সরকার। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। তারা বলছেন, হালালের নামে এই নাইট ক্লাব নিঃসন্দেহে এক অরুচিকর মানসিকতার পরিচয়।
আরএম/