আওয়ার ইসলাম: কওমি মাদরাসার শিক্ষার্থীদের ইংরেজির দুর্বলতা দুর করতে এমলাক স্যার অনন্য বই দু’টি মিজান জামাত ও হেদায়াতুন নাহু জামাতে পড়ানো হয়। মিজান জামাত ও হেদায়াতুন নাহু জামাতের সিলেবাসের আদলে এমলাক স্যারের দুটি বই ভার্সন ওয়ান ও ভার্সন টু এখন বাজারে পাওয়া যাচ্ছে।
বই দু’টি আরবির আদলে মাদরাসা ছাত্রদের জেহেন অনুযায়ী ঢেলে সাজানো হয়েছে।বইয়ের নাম লেটস্ট লার্ন ইংলিশ ভার্সন।
এ বিষয়ে এমলাক স্যার বলেন, মিজান জামাতে ভার্সন ওয়ান পড়ানো হলে ছাত্রদের ইংরেজি ভাষার ভিত্তি স্থাপন হবে।
ভার্সন টু হেদায়াতুন নাহু জামাতের জন্য। এ বই দু’টি পড়লে শিক্ষার্থীরা আরবির সিগাহ, ইসম, ফেয়েল বুঝার সাথে সাথে ইংরেজির ইসম, ফেয়েল, হরফ, ফায়েল, মাফয়ুল বুঝে যাবে। এতে শিক্ষার্থীরা্ খুব সহজে বাক্য তৈরী করতে পারবে। অল্প পরিশ্রমে ইংবেজি ভাষা আয়ত্ব করতে পারবে।
বি: দ্র: এতে বইগুলো পড়ানোর নিয়মকানুন সুন্দর ভাবে দেয়া আছে। তাই জেনারেল শিক্ষিতরাও বইগুলো পড়তে ও পড়াতে পারবে। আরবি পরিভাষাগুলো বাংলায় লেখা রয়েছে। বইগুলো পেতে যোগাযোগ: ০১৯১১৫৭৯৩৩৮, ০১৭১৩৬৬৪৫৬০।
-এটি