সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইসলাম অবমাননা করে ফেসবুকে পোস্ট, চবি কর্মচারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটক নিবারন বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

সোমবার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে বলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান বাদী হয়ে গত ২৯ মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে ( আইসিটি) মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এতে নিবারন বড়ুয়া কে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ মে ফেসবুকে ‘অবশেষে জায়নামাজ কাত হয়ে পড়ে গেল‘ লিখে নিবারন বড়ুয়া একটি স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসটি বাদী মশিউর রহমানের দৃষ্টিগোচর হয়। যা ধর্মীয় অনূভূতিতে আঘাত হানে বলে মামলায় উল্লেখ করেন বাদী।

এ বিষয়ে মামলার বাদী মশিউর রহমান বলেন, জায়নামাজ ইসলাম ধর্মের পবিত্র জিনিস ও এটির ওপর নামাজ আদায় করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ