সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুদক পরিচালক এনামুল বাসির সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করেছে কমিশন। আজ সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, এনামুল বাসিরের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করেছে কমিশন।

দুদক সূত্রে জানা যায়, আলোচিত- সামলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে তার কাছে ঘুষ দাবি করেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির। কয়েক দফায় তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন এই কর্মকর্তা।

গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক। আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমা দেয়া ও এনামুল বাসিরের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। সে অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ