রকিব মুহাম্মদ : সারাদেশে কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়। এখানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি মাদরাসার ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া হলো।
১. তারবিয়াতুল উম্মাহ মাদরাসা, ওলামাগর, ঘাটারচর, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২। ৭ শাওয়াল থেকে ফরম বিতরণ ও ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সকল জামাতের পরীক্ষা মৌখিক হবে।
২. মারকাযুল বয়ান লিতালীমিল আর্যাবিয়াহ (ময়মনসিংহ) । ৭ শাওয়াল থেকে ফরম বিতরণ ও ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
৩. মাহাদুল উলুম আল ইসলামিয়া, ঢাকা। ১ রমজান থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ শাওয়াল পর্যন্ত ভর্তি নেয়া হবে।
৪. বায়তুল হিকমাহ আল ইসলামিয়, ঢাকা।
৫. জামিয়া ইসলামিয়া তা’লিমুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা, ঢাকা। ৮ শাওয়াল থেকে মহিলা ও পুরুষ শাখায় ভর্তি শুরু হবে।
৬. মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী, ঢাকা। ৬ শাওয়াল থেকে ১০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
৭. জামিয়া ইউসুফ বানুরি রহ. ঢাকা। ১৫ জুন পর্যন্ত ভর্তি চলবে।
৮. জামিয়া মাহমুদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ি, ঢাকা।