তাওহীদ আদনান: ভারতের উত্তর প্রদেশের ইলমি শহর কান্ধালার সুনামধন্য আলেমে দীন মাওলানা ইফতেখারুল হাসান কান্ধলভীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। কান্ধালার ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ সকাল ৮ ঘটিকায় কান্ধালায় তার জানাজা সম্পন্ন হয়। ভারতের বর্ষিয়ান এ আলেমে দীন ইন্তেকাল করেছেন গতকাল রবিবার বিকেল পৌনে ৬ টায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর৷
তিনি কান্ধালার মরহুম এলাহী বখশ রহ.-এর বংশধর ও তাবলীগ জামাতের আমীর মাওলানা ইলিয়াস কান্ধলভী রহ.-এর ঘনিষ্টজন ছিলেন৷ তিনি পড়ালেখা শেষ করেছেন মাজাহেরে উলুম সাহারানপুর থেকে৷ আধ্যাত্মিক জীবনে তিনি ছিলেন মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহ. এর বিশেষ খলিফা৷
কর্ম জীবনে তিনি মাজাহেরে উলুম সাহারানপুরের রুকনে শুরা নির্বাচিত হন। আমৃত্যু এ পদে বহাল থেকে দীনের খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন নিজ মহল্লা কান্ধালার মসজিদে কুরআনে কারীমের তাফসীরের খেদমত আঞ্জাম দিয়ে৷
জাতির দীনি, ইলমি ও রুহানি খেদমত আঞ্জাম দিয়ে তিনি তার পূর্ণজীবন ব্যয় করেছেন। রেখে গিয়েছেন অনেক গুণগ্রাহী, ভক্তবৃন্দ, মুরিদ ও শীর্ষদের।
-এএ