সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ফটিকছড়িতে নব জাগরণ শিল্পীগোষ্টির ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন নব জাগরণ শিল্পীগোষ্টির উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। গতকাল রোববার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ একটি হোটেলে সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক ও বিশিষ্ট কন্ঠ শিল্পী মাওলানা আলমগীর বিন কবিরের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র জনাব মুহাম্মদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনীতিবিদ জনাব সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল। এতে প্রধান আলোচক হিসেবে সিয়াম সাধনার মহত্বের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সচেতন ফটিকছড়ি'র শুরা সদস্য মাওলানা সলিম উদ্দীন দৌলতপুরী।

ইসলামী সংস্কৃতির বিকাশে নব জাগরণ শিল্পীগোষ্টির অবদান তুলে ধরে সভায় বক্তাগন বলেন, অশ্লিল ও অপসাংস্কৃতির ছোবলে সমাজ ও তরুণ প্রজন্মের নীতি-নৈতিকতা যখন বিপন্ন সে সময় নবজাগরণ শিল্পীগোষ্টির অবদান অপরিসীম। একটি সমাজকে নীতি-নৈতিকতায় শুদ্ধ করতে সুস্থ সাংস্কৃতির বিকল্প নেই।

প্রধান অতিথি প্যানেল মেয়র মুহাম্মদ আলী বলেন, একজন গুণী শিল্পী চাইলে সামাজিক নেতৃত্ব নির্ধারণেও প্রভাব বিস্তার করতে পারেন। যার প্রমান নাজিরহাট পৌর নির্বাচনে আলমগীর বিন কবির আমার পক্ষে করে দেখিয়েছেন। তার সঙ্গীতগুলো সে সময় উন্নয়নকামী জনগনকে প্রভাবিত করেছিলো। সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল বলেন, নব জাগরণ শিল্পীগোষ্টিকে আমি খুব ভালোবাসি। অন্যায়,অবিচার,অশ্লিলতার বিরুদ্ধে তারা বিরাট অবদান রেখে চলছে।

এতে বক্তব্য রাখেন সচেতন ফটিকছড়ির শুরা সদস্য হাফেজ মাওলানা ইলিয়াছ, হাফেজ মাওলানা রশিদ, মাওলানা জুনায়েদ ইমামনগরী, স্বপ্নসুর শিল্পিগোষ্টির নির্বাহি পরিচালক হাসানুল্লাহ খাকী, দৈনিক ইনফো বাংলার ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহান, সাপ্তাহিক ফটিকছড়ির খবর'র চীফ রিপোর্টার এম ওমর ফারুক আজাদ, দৈনিক আলোকিত সকালের ফটিকছড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম, ইসলামী সংগীত শিল্পী নাঈমুদ্দীন, হাসানুল করিম,মাওলানা ইব্রাহীম খলিল, যুবাইর হোসাইন, মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা ফজলুল হক, মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ