আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা পৃথক পৃথকভাবে ঢাকা মহানগরীর ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় এবং উত্তরের উদ্যোগে ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মাহে রমাযান আমাদেরকে সহমর্মিতা শেখায়, সমাজের দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে। রমাযানের এই শিক্ষাকে ধারণ করে আমাদেরকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজের মানুষের কল্যাণে গণমুখী রাজনীতি করে। তাই ঈদের আনন্দে সমাজের ছিন্নমূল মানুষকে শরিক করতে আমাদের আজকের এই আয়োজন। তিনি সাধ্যানুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সহ-অর্থ সম্পাদক অধ্যাপক শেখ নাসির উদ্দিন, শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী শহিদুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ছাত্রনেতা আল আমিন সিদ্দিকী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, মুহা. রাশেদুল ইসলাম, মুহা. মামুন খন্দকার, শেখ মাহবুব নাহিয়ান প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের নেতৃত্বে ভাটারা নতুন বাজার এলাকায় ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক ডা. মজিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মুহা. আলা উদ্দিন, ছাত্রনেতা মুহা. আব্দুর রাজ্জাক, ভাটারা থানা সভাপতি মুফতি হাবিবুল্লাহ্, সেক্রেটারি আবু বকর প্রমুখ।
-এএ