আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসায় চুরি ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীতে যেনো কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সেজন্য টহল বাড়ানোর পাশাপাশি নেয়া হয়েছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সিলেট নগরীতে প্রায় ১০ লাখ মানুষের বাস। শহরের বাসিন্দাদের বেশিভাগই ঈদ করতে শহর ছাড়েন। বাড়ি ফাঁকা রেখে যাওয়ায় বাড়ে চুরির ভয়। আবার ঈদে যারা শহরে থাকেন, তারাও ভোগেন নিরাপত্তাহীনতায়। ফাঁকা শহরে তৈরি হয় ডাকাতি ও ছিনতাইয়ের কবলে পড়ার আশঙ্কা।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঈদের সময় যাতে নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাতে পুলিশ টহল দ্বিগুণ করে রাস্তায় বসানো হচ্ছে তল্লাশি চৌকি। ঈদের আগে-পরে কয়েকদিন জুড়েই নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে।
-এএ