সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইশা ছাত্র আন্দোলন টেকনাফ শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ শাখার উদ্দ্যেগে হ্নীলা উম্মে সালমা মাদরাসা মিলনায়তনে এসএসসি, দাখিল ও জে ডি সি, জে এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার শাখা সভাপতি আব্দুর রহমান আরিফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হাসান মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল বশর আজিজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক নিজামী।

নুরুল বশর আজিজী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন জীবনের প্রথম ধাপ অতিক্রম করে জীবনের আরেকটি ধাপে পদার্পণ করেছ, কাজেই তোমাদের সুনির্দিষ্ট টার্গেট নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি আব্দুল খালেক নিজামী বলেন, তোমাদের প্রত্যেকেরই জীবনে একটি টার্গেট রয়েছে । হয়ত কেউ ডাক্তার হবে অথবা কেউ ইঞ্জিনিয়ার হবে অথবা কেউ ব্যরিস্টার হবে। তবে হও কিন্তু এসব কিছু যেন ইসলাম এবং মানুষের খেদমতে হয়। তিনি তাদের উজ্জল ভবিষ্যত কামনা করে এগিয়ে যাওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব আন্দোলন টেকনাফ সভাপতি এনামুল হক মনজুর ও সহ-সভাপতি মুহাম্মদ জুবাইর । তাঁরা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে।

উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী সাবেক ছাত্রনেতা মাও. দিলদার আহমেদ, টেকনাফ শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাও. ইসমাঈল, সাবেক ছাত্রনেতা মাও. শাহ জাহান, ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আখতার কামাল, সাবেক ছাত্রনেতা রহিমুল্লাহ ও মুহাম্মদ রফিক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ