সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

'আল্লাহর সন্তুষ্টি অর্জনে সর্বস্তরের জনগণকে মানবসেবায় এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লেখক ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নবদূত ঐক্য পরিষদ ধীরে ধীরে পা পা এগোচ্ছো। মানবসেবায় নবদূত নিয়োজিত হয়ে আগামীদিনে সফল ভাবে গড়ে উঠবে; ইনশাআল্লাহ।

সমাজের দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ড. আ ফ ম খালিদ বলেন, মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখে পথচললে মুমিনগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পৌছাঁতে পারবে, নবদূত সহ সকল সামাজিক সংগঠন মানবসেবায় কাজ করা অতি জরুরী মনে করছি।

গতকাল (২ জুন) রোববার চট্টগ্রাম সিআরবি তাসফিয়া গার্ডেন কনভেনশন হলে চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদ কতৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল এ প্রধান অতিথির প্রদত্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নবদূত সদস্যবর্গকে সম্বোধন করে তিনি আরো বলেন আগামীতে এ সংগঠনের কর্মীরা দুস্থ ও অসহায় রোগীদের রক্ত দানের কর্মসূচী হাতে নেবে। আমাদের এদেশে এক চতুর্থাংশ রক্তের প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে। বাকি রক্ত ক্রয় করে মানুষের জীবন বাঁচাতে হচ্ছে। এতে ক্রয়কৃত রক্তে ভেজাল ও দোষনমুক্ত না হওয়ার পরে নানাবিদ রোগাক্রান্ত হয়ে উঠছেন হাজারো মানুষ।

মুহাম্মদ এফ,এস,ডি ইকরামুল হকের সভাপতিত্ব ও মাওলানা ইউনুছ হাবিবের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ মাহমুদ উল্লাহ, জনাব মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা কায়সার উদ্দীন, মাওলানা ফিরোজ উদ্দীন, মুহাম্মদ নাঈম তালহা, মুহাম্মদ ফরহাদ হোসাইন, মাওলানা জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তায়ালার রহমত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ