আওয়ার ইসলাম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়া পারাবত এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ৬ ঘন্টা পর এ ট্রেন চলাচল স্বভাবিক হয়।
রোববার (২ জুন) বিকালে পারাপত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের আউটার সিগনালের নিকট সিলেটগামী কুশিয়া ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইচ্যুত হলে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। তন্মধ্যে ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে, চট্টগ্রামগামী পাহারিকা ট্রেন ভানুগাছ, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, সুরমা মেইল ট্রেন শায়েস্তাগঞ্জ ও সিলেটগামী পাহাড়িকা ট্রেন শাহজিবাজারে আটক পড়ে। ফলে ঈদে বাড়ি ফেরা ট্রেন যাত্রীরা পড়েন সীমাহীন দুর্ভোগে।
-এএ