সুলতান মাহমুদ বিন সিরাজ: সিলেটে জৈন্তাপুর উপজেলায় শিল্প-সাহিত্য সংগঠন ‘বাতায়ন’ গরিববান্ধব কর্মসূচি “ঈদ প্রজেক্ট বাই বাতায়ন-২০১৯” আয়োজন করেছে। এতে তারা প্রায় ১০০ দুস্থের বাড়িতে ঈদ সামগ্রী পৌছে দেয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল নুডলস, সেমাই, চিনি, দুধ।
আজ রোববার দুপুর ২টায় উপজেলার দরবস্ত বাজারে বাতায়ন মিলনায়তনে বাতায়নের প্রধান পরিচালক, দৈনিক শুভ প্রতিদিনের (ধর্ম ও জীবন) বিভাগীয় সম্পাদক রাসেল মাহফুজ এ কর্মসূচি উদ্বোধন করেন ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাতায়ন সচিব গালিব মুশাহিদ, লুৎফুল করীম রাজ্জাক, এসপি শাহেদ, সুলতান মাহমুদ বিন সিরাজ, আলমাস উদ্দিন, তারিফ বিন নূর, রাসেল আহমদ, জুনায়েদ আহমদ, শামিম আহমদ। ইফতেকার হুসাইন, আব্দুল্লাহ আল আরিফ, হোসাইন আহমদ জাকির, তাওহিদুল ইসলাম, আশিকুর রহমান, কুতুব উদ্দিন, জহির আহমদ বাবর, মিজান উদ্দিন, নাঈম উদ্দিন, সাহেদ আহমদ প্রমুখ।
এর আগে ২০১৮ সালে জৈন্তাপুরের বন্যাদুর্গত এলাকায়। তার আগে ২০১৭ সালে ঈদ প্রজেক্টের আয়োজন করে বাতায়ন।
-এএ