আওয়ার ইসলাম: নওগাঁর মহাদেবপুর, সাপাহার ও পোরশায় বজ্রপাতে আব্বাস আলী (৪৫), চুটু (৫০) ও শিশু নাজিমুদ্দিন নয়ন (১২) নিহত হয়েছে।
রোববার দুপুরে পৃথক স্থানে এ নিহতের ঘটনা ঘটে। আব্বাস আলী পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মুহাম্মাদের ছেলে ও চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শিশু নাজিমুদ্দিন নয়ন মহাদেবপুর উপজেলার বাগরাবাদ গ্ৰামের আমেদ আলীর ছেলে।
জানা যায়, আজ দুপুরে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু নিতে গেলে বজ্রপাতে ঘটেস্থলেই তিনি মারা যান। চুটু সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রাম এলাকার এক মাঠে বোরো ধান কাটছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে চুটু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু নাজিমুদ্দিন নয়ন দুপুরে ঝড়ের সময় বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়। পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-এএ