সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আলোকিত মাদরাসা মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা। একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। একটি আলোকিত মাদরাসা। রাজধানীর খিলগাঁও এলাকার পূর্ব রামপুরা, তিতাস রোডে মাদরাসাটি অবস্থিত। প্রতিষ্ঠানটি মাত্র ২ বছরে আলেম ওলামা ও ছাত্র সমাজের দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়েছে।

এটি দেশের বিজ্ঞ আলেম মাওলানা জাফর আহমদ, মুফতি আবদুর রাযযাক আল হুসাইনী, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা সফিউল্লাহ ফুআদ প্রমূখদের তত্ত্বাবধানে পরিচালিত। এছাড়াও এখানে নিয়মিত পাঠদান করাচ্ছেন ১৭ জন যোগ্য নবীন আলেমেদীন।

মাদরাসার বিভাগসমূহ : এ মাদরাসায় বর্তমানে উচ্চতর বিভাগের মাঝে (১) ইফতা বিভাগ ১ বছরে। (২য় বছর ঐ‌চ্ছিক) (২) আদব  বা আর‌বি সা‌হিত্য (১ বছরে) (৩) লোগাহ : নাহু সরফ (১ বছরে) (৫) ইং‌রে‌জি ভাষা ও ক‌ম্পিউটার বিভাগ (১ বছরে) রয়েছে।

মাদরাসার অন্যতম একটি বিভাগ মাদানী নেসাব। ১ম বর্ষ থেকে ৫ম বর্ষ (ইবতেদায়ী-জালালাইন) পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষায় ২য় বর্ষ নাহবেমীর ও ৪র্থ বর্ষ শরহে বেকায়া জামাত অংশগ্রহণ করেছে।

মাদরাসায় হিফজ বিভাগ শাখায় রয়েছে ছোট‌দের তাহ‌ফিজুল কুরআন বিভাগ ও বয়স্ক হিফজুল কুরআন বিভাগ। এ বিভাগে কাফিয়া থেকে তদূর্ধ্ব ছাত্রদের জন্য বিশেষভাবে খোলা হয়েছে। এ বিভাগে তিলাওয়াত ‍শুদ্ধ হওয়ার শর্তে দাওরা সম্পন্নকারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি নেয়া হয়।

আগামী শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে ৬ শাওয়াল ১৪৪০ হিজরি ১০ জুন ২০১৯ থেকে। মাদরাসার যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন: ০১৬৮৭৭০৬৬৫৮, ০১৭৫১৩২৬৫৭১ নাম্বারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ