সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

অবিলম্বে শ্রমিকের বেতন-বোনাস ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন: আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতরের মাত্র দুই দিন আগেও বিভিন্ন কল-কারখানা ও গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য বেতন-বোনাস না পাওয়ার খবরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি অবিলম্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান জানান।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ধনী ও মধ্যবিত্তরা যখন পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে কেনাকাটাসহ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করে নিয়েছেন, পরিবারের শিশু-কিশোরদের মাঝে বইছে আনন্দের ফল্গুনধারা, ঠিক সে সময়ে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ ঘাম ঝরানো পারিশ্রমিকের জন্য অসহায় চোখে বিত্তশালী কারখানা মালিকদের করুণা পেতে কাতর চোখে চেয়ে আছেন।

কোটি কোটি কৃষক ধানের ন্যায্য মূল্য না পেয়ে পরিবার নিয়ে চরম হতাশায় আছেন। যাদের হাড়ভাঙা পরিশ্রমের উপর বিত্তশালীরা সম্পদশালী হয়েছে, নব্য ধনীদের লম্বা তালিকা হচ্ছে, আজ সেই মেহনতি মানুষদের চেহারায় রাজ্যের হতাশা এবং পরিবারের সন্তানদের চোখেমুখে ঈদের দুই দিন আগেও বিষাদের কালো মেঘ। এটা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়।

জমিয়ত মহাসচিব বলেন, সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে, দেশ নিম্ন আয় থেকে উন্নীত হয়ে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নতিকে সিঙ্গাপুর, কানাডা, সুইজারল্যান্ডের সাথেও সরকারের কোন কোন মন্ত্রী তুলনা করছেন হরহামেশা। অথচ পত্রিকার পাতা জুড়ে কোটি কোটি কৃষকের হতাশার খবর, লাখ লাখ শ্রমিকের করুণ চেহারার প্রতিচ্ছবি।

তিনি বলেন, যারা উন্নয়নের গল্প করেন এবং সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও কানাডার গল্প শোনান, এটা ঠিক কৃষক ও খেটে খাওয়া মানুষের ঘামের উপর ভর করে তাদের সম্পদের পাহাড় তৈরি হয়েছে। তাদের পরিবারে ঠিকই সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও কানাডার জীবনযাত্রার আবহ, ভোগবিলাসের পসরা। এরা সেবক নয়, জনদরদী নয়, বরং এরা শোষক ও লুটেরা। না হয় দেশের কোটি কোটি মানুষ যেখানে অভাবের তাড়নায় হাসি ভুলে গেছেন, ঈদের দুই দিন আগেও ন্যায্য বেতনের জন্য কাতর চোখে মালিকের দিকে চেয়ে আছেন, সেখানে কী করে এমন তামাশার গল্প শোনায় তারা।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি পরিশোধ কর। তিনি আরও ইরশাদ করেছেন, তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই। আল্লাহ যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকে তাই খেতে দাও যা তুমি নিজে খাও, তাকে তাই পরিধান করতে দাও যা তুমি নিজে পরিধান কর। (বুখারী শরীফ)।

জমিয়ত মহাসচিব কল-কারখানার মালিক এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দয়া-দক্ষিণা নয়, দ্রুততম সময়ে শ্রমিকদের ন্যায্য পাওনা বেতন-বোনাস পরিশোধ করুন এবং যথাযথ ব্যবস্থা নিন। কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন। অন্যথায় এই বিশাল জনগোষ্ঠীর মনে দুঃখ-দুর্দশা ও হতাশা থেকে ক্রোধ ও গণঅসন্তোষ তৈরি হতে পারে। তখন এমন অপ্রত্যাশিত পরিস্থিতির সকল দায়ভার সরকার, প্রশাসন ও মালিকপক্ষকেই নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ