আওয়ার ইসলাম: পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ থেকে ৪০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার চারদিক নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, আগুনের খবর গভীর রাতে পেয়েছেন কিন্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেখানে যেতে পারেননি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে বেতকা বাজারের একটি দর্জির দোকানে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লেগে গেলে মুর্হূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে দুটি মুদি দোকান, ১টি ইলেকট্রনিক্স দোকান, ১টি ফার্মেসি, ৪টি চায়ের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ১০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন।
-এটি