আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করা ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসে মিললো পবিত্র কুরআন।
অথচ গতকাল বৃহস্পতিরার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদের জন্য শপথও নিয়েছেন। তবে এর মধ্যেই দেশটির সংখ্যালঘু মুসলমানরা তিনটি হামলার শিকার হয়েছেন।
দেশটির মুসলিম নেতারা আরও হামলার আশঙ্কা থেকে মুসলিম জনগোষ্ঠীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে মোদির নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গো-রক্ষার নামে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে মানুষ হত্যা বন্ধেরও দাবি জানান তারা।
কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিজেপির উত্তরাখণ্ডের অফিসের লাইব্রেরিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন রাখার একটি খবর প্রকাশে অশ্চর্য দেশের মানুষ। অনেকেই বলছেন, এর মাধ্যমে মুসলমানদের আস্থা অর্জন করতে চাচ্ছে মোদি সরকার।
ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর মুসলিম নির্যাতনের একাধিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ঘটনায় নতুন সরকারের শপথ গ্রহণের আগেই বিতর্কে জড়িয়েছে মোদির বিজেপি। ফলে উত্তরাখণ্ডের দলটির অফিসে পবিত্র কুরআন রেখে তা কিছুটা হালকা করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে উত্তরাখণ্ড বিজেপির সহকারী মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, ‘দুই কপি কুরআন শরীফ কিনে লাইব্রেরিতে রাখা হয়েছে। যার একটি হিন্দিতে এবং অপরটি ইংরেজি ভাষায় অনুদিত। লাইব্রেরিতে আগত পাঠকদের কুরআন পাঠ করে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করার আহ্বান জানাচ্ছি।’
-এটি