আওয়ার ইসলাম: চট্টগ্রামে কোনো পরিকল্পনা ছাড়াই বিআরটিএ তাদের নিজস্ব অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে কিছু বুঝে ওঠার আগেই দালাল চক্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৯ মে) বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত ১১, ১২ ও ১৩ এক সঙ্গে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিআরটিএ অফিস চত্বরে কিছু সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয়ে সাধারণ কাজে বাধা সৃষ্টি করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলে আসছিল। তাই জরুরি ভিত্তিতে অভিযান চালান ওই আদালতের ম্যাজিস্ট্রেটগণ।
এ সময় তদবির করতে আসা আনুমানিক ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে বেশ কিছু দালালকেও আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ছয়জনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বিআরটিএ এর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছু দালাল ধরেছি তবে আরও আছে। বিআরটিএ কখনো দালালদের সমর্থন করে না। কেউ যেন এ ধরনের খপ্পরে না পরেন।
সরাসরি সংশ্লিষ্ট কার্যালয়ে কাজ করতে আসবেন। কোন তদবির নিয়ে আসবেন না। কেউ মিডিয়া করতে চাইলে তাদের ধরিয়ে দেবেন বলেও জানান তারা।
-এটি